PRIYOBANGLANEWS24
১১ ডিসেম্বর ২০২৫, ৩:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইনে প্রেম, বিয়ের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ

অনলাইনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে তিন লাখ টাকা আত্মসাতের অভিযোগে কুয়েতপ্রবাসী আল-আমিনের বিরুদ্ধে মামলা করেছেন জর্ডান প্রবাসী বাংলাদেশি আঁখি আক্তার। নবাবগঞ্জ থানায় অভিযোগ করার পর প্রতিকার না পেয়ে আদালতে মামলাটি করেন তিনি।

অভিযোগে জানা যায়, ফেসবুকের মাধ্যমে ২০১৯ সালের ১২ এপ্রিল কুয়েতে থাকা আল-আমিনের সঙ্গে আঁখি আক্তারের পরিচয় হয়। পরে হোয়াটসঅ্যাপে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আল-আমিন তাকে বিয়ের প্রলোভন দেখান। জর্ডানে অবস্থানরত আঁখি আক্তার ফোনের মাধ্যমে আল-আমিন ও তার চারজন বন্ধু এবং স্থানীয় এক কাজীর উপস্থিতিতে কথিত ‘মৌখিক বিয়েতে’ করেন।

কোভিড-১৯ মহামারির সময় ঘরে বসে থাকার সুযোগে আল-আমিন নিয়মিতভাবে আঁখির কাছ থেকে মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা হাত খরচ নামে নেন। ২০২২ সালে বাবা মায়র অসুস্থতার অজুহাতে আরও ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেন তিনি। বিভিন্ন অজুহাতে এ পর্যন্ত তিন লাখ টাকার বেশি পাঠিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন আঁখি আক্তার।

হঠাৎ আল-আমিন মোবাইল ফোন বন্ধ করে আঁখির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। পরে ছুটিতে দেশে এসে তিনি আল-আমিনের গ্রামের বাড়িতে যোগাযোগ করলে স্থানীয় সালিশের আয়োজন করা হয়। তবে আল-আমিনের পরিবার তাকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি না দিয়ে বাড়ি থেকে বের করে দেয় এবং অপমান করে বলে অভিযোগ করে ভুক্তভোগী।

গত ১২ এপ্রিল বিকেলে আবারও আল-আমিনের বাড়িতে গেলে তিনি আঁখি আক্তারকে সংসার করতে অস্বীকার করেন এবং হুমকি দিয়ে বের করে দেন। এরপর থানায় করা অভিযোগে কোনো অগ্রগতি না থাকায় আদালতে মামলা দায়ের করেন তিনি।
এরই মধ্যে নতুন অভিযোগ হিসেবে আঁখি আক্তার জানান, আল-আমিন তার ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলছেন এবং বিভিন্নভাবে মানহানিকর কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে তার ব্যক্তিগত মর্যাদা ও পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে ভুক্তভোগী।

আঁখি আক্তার বলেন, “এভাবে চলতে থাকলে আমার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।” তিনি দ্রুত তদন্ত ও প্রতারণার শিকার হওয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে আল-আমিনের ব্যবহৃত মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

তবে আলামিনের পরিবারের অভিযোগ, আখির সাথে বিয়ে হয়েছে এর কোন প্রমান নেই। তাদের দাবি আলামিন নির্দোষ, আখি তাকে ফাঁসানোর চেষ্টা করছেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইনে প্রেম, বিয়ের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ

দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিখাত ও কারিগরি শিক্ষায় বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

সরকারি দোহার নবাবগঞ্জ কলেজে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

নবাবগঞ্জে দলিল লেখক সমিতিরি সাথে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

ডিআরইউ’র দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করলেন নবাবগঞ্জের রাশিম মোল্লা

বর্ণমালা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে হাওলাদার ফাউন্ডেশনের স্কুল ব্যাগ বিতরণ

নবাবগঞ্জে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডিএন কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নবাবগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

১০

নবাবগঞ্জে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে নারীর প্রতি সংহিসতা প্রতিরোধে ‘ইয়ারা’ সংগঠনের ১৬ দিনের কর্মসূচী শুরু

১২

নবাবগঞ্জে দিনব্যাপী জাতীয় প্রাণীসম্পদ প্রদর্শণী উৎসব অনুষ্ঠিত

১৩

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৪

নবাবগঞ্জে মানবতায় রক্তদান সংগঠনের বর্ষপূর্তিতে সম্মাননা ক্রেষ্ট প্রদান

১৫

দুই কিডনি অকেজো, বাঁচতে চায় শাকিল

১৬

তুলশীখালী-মরিচা সেতুতে ইজারা বন্দোবস্তের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে: জামায়াত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম

১৭

নবাবগঞ্জে মহোৎসবে একসঙ্গে আহার করলেন ১০ হাজার মানুষ

১৮

নবাবগঞ্জে হাতপাখার প্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলামের গণসংযোগ

১৯

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

২০