আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নেতৃবৃন্দ ও সকল সদস্যদের সাথে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সোমবার দুপুরে নবাবগঞ্জ সাব-রেজিষ্টার কার্যালয় প্রাঙ্গণে উপজেলা দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতি এর আয়োজন করেন।।
সভাস্থলে নেতা উপস্থিত হলে সমিতির নেতৃবৃন্দরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময় সভায় সমিতির নেতারা জমির অতিরিক্ত উৎসে কর ও তাদের বসার জন্য জায়গা নির্ধারণ করাসহ নানামুখী সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় খন্দকার আবু আশফাক বলেন, বিগত সরকারের আমলে এ এলাকার বিনাভোটের এমপি দরবেশ বাবা তার নিজের স্বার্থ হাসিল করতে জমি রেজিষ্ট্রিতে উৎসে কর বসিয়েছে যার খেসারত আমাদের মত জনসাধারণ ভোগ করছে। তারা তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে কাজেই জনগণের কথা তারা ভাবতো না কারন তাকে জনগণের কাছে জবাব দিহি করতে হতো না। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হতে পারি রাষ্ট্র ক্ষমতায় বিএনপি থাকলে প্রথমে জমির উৎসে করের বিষয় নিয়ে সংসদে তুলে ধরবো শুধু তাই নয় আপনাদের দাবী দাওয়াগুলি পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করব। এছাড়া আপনাদের অন্যান্য সমস্যাগুলো সমাধান করবো ইনশাল্লাহ।
দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সদস্য রেজাউল হক চৌধুরী রুবেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আবুল কালাম খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম নীরব, নবাবগঞ্জ উপজেলা ন যুবদলের আহবায়ক মনিরুজ্জামান পবন, সদস্য সচিব মো. রায়হানুল ইসলাম রাহিন প্রমুখ।
মন্তব্য করুন