ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা উপজেলার শোল্লা ইউনিয়নের সিংহরা সালাহউদ্দিনের নিজ এলাকা শাহু মাদবরের বাড়ির আঙ্গিনায় এ অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।
ছাত্রদল নেতা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে সকলের কাছে দেশনেত্রীর সুস্থতার আবেদন করে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. গোলাম মোস্তফা, আমজাদ হোসেন চুন্নু প্রমুখ।
শেষে মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রæত সুস্থতা, দীর্ঘায়ু, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিংহড়া জামে মসজিদের পেস ঈমাম মাওলানা মোহাম্মদ আবু সাঈদ।
মন্তব্য করুন