“প্রতিবন্ধিতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি” এ প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। বুধবার সকালে ঢাকা অঞ্চলের অধীনে পরিচালিত এসডিডিবি প্রকল্পের সহায়তার উপজেলার গোল্লায় দিবসটি উপলক্ষে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে উপজেলার গোল্লা ধর্মপল্লীর শহীদ ফাদার ইভান্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কারিতাস বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও গোল্লা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার গাব্রিয়েল কোড়াইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুজ আলী।
সভায় বক্তারা কারিতাসের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এসডিডিবি প্রকল্পের ক্লাবের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা একত্রিত হয়ে অভিজ্ঞতা সহভাগিতার সুযোগ পাচ্ছে।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে কারিতাসে পক্ষ থেকে উপহার দেওয়া হয়।
উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ফরিদ আহম্মেদ খান, ভলান্টিয়ার স্বপ্না শিকদার ও ১১০ জন প্রতিবন্ধী ব্যক্তিসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।
মন্তব্য করুন