শাহিনুর রহমান.
১৯ নভেম্বর ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেড় যুগেও শেষ হয়নি সেতুর কাজ!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা মাঝপাড়া গ্রামটিকে বিভক্ত করেছে নোয়াবাড়ি একটি খাল। মানুষের যাতায়াতের সুবিধার্থে দেড় যুগ আগে সেখানে শুরু হয় সেতু নির্মাণের উদ্যোগ নেন তৎকালিন বিএনপির সরকার। তবে সরকার বদলের সাথে সাথে থেমে যায় সেতুর কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে মাঝপাড়াসহ প্রায় ১০ গ্রামের মানুষ। বাধ্য হয়ে সেতু পাশেই ঝুঁকিপূর্ণ একটি বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড় হতে হচ্ছে।

স্থানীয়রা জানান, ২০০৫ সালে বিএনপির সরকারের শেষ দিকে সেতুটির নির্মাণ করা শুরু হয়। দ্রæত সেতুর পিলারগুলোর কাজ শেষ হওয়ায় দুর্ভোগ লাগবের স্বপ্ন দেখছিলেন তারা। তবে এরপর তত্বাবধায়ক সরকার এলে কাজটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার একাধিকবার ক্ষমতায় থাকলেও সেতুটির কাজ শেষ করেনি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মাঝপাড়ার বাসিন্দাদের পাশাপাশি বটতলা, কাজীহাটি,লস্করহাটি, তেতুলতলা, মাইলাইল, তেলেঙ্গা, কৈলাইলসহ আশেপাশের ১০ গ্রামের বাসিন্দারা। এছাড়া স্কুল, মাদ্রাসা ও কলেজগামী শিক্ষিকার্থীদেও প্রতিনিয়ন যাতায়াত করতে হচ্ছে ভাঙাচূড়া বাঁশের সাঁকো দিয়ে।

মাঝপাড়ার বাসিন্দা আমিনুর ইসলাম বলেন, সেতুর কাজ শুরু হওয়ার পর আমরা মনে করেছিলাম যাতায়াত অবস্থা ভাল হবে। কিন্ত সেতু না হওয়ায় আমরা রয়েছি চরম বিপদে। বিশেষ করে কেউ অসুস্থ হলে ভাঙা সেতু দিয়ে ডাক্তারের কাছে নিতে বেগ পেতে হয়। এছাড়া আমাদের এলাকায় প্রচুর কৃষি পণ্য উৎপাদন হয়। যাতায়াত ব্যবস্থার কারনে কৃষকরা পণ্যগুলো বাজারে নিতে না পারায় ন্যায্য মূল্য পাচ্ছে না।

আশা বেগম নামে এক বৃদ্ধ বলেন, যুদ্ধের পর সারাদেশের উন্নয়ন হলে ৫০/৫৫ বছরেও আমাদের এলাকার কোন উন্নয়ন হয়নি। সেতুর কাজ শুরু করলো কিন্ত শেষ করলো না। রাস্তার অবস্থাও ভাল না। কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়া যায় না। রাস্তাঘাটের বেহাল দশার কারনেই গাড়িও পাওয়া যায় না সহজে।

অনিতা নামে আরেক গৃহবধূ বলেন, আমাদের অনেক কস্ট। হাটবাজারে যেতে পারি না, পুলাপান স্কুলে যেতে পারে না। বৃষ্টি হলে তো রাস্তায় চলাচলও করা যায় না। এছাড়া বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড়ের করতে গিয়ে অনেকে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা অহরহ ঘটছে।

মেঘলাল নামে এক কৃষক জানান, ভাই কিছু বলার নাই। জমিতে যা ফসল ফলাই তার ন্যায্য দাম পাই না। কারন বাজারে ফসল নিতে পারি না। বিএনপির সময় সেতুর কাজটা যখন আরম্ভ রইল তখন আমরা খুশি হইছিলাম। কিন্ত বিএনপিও চলে গেল আর কাজও হইল না। আমার দুঃখ কেউ দেখার নাই।

হুমায়ন হোসেন নামে ব্যবসায়ী বলেন, সেতুর কাজ দীর্ঘদিন বন্ধ থাকার পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল মান্নান খানও সরজমিনে এসে সেতুর কাজ করার অঙ্গীকার করেছিলেন। কিন্ত তিনিও কথা রাখেনি। এরপর সালমা ইসলাম, সালমান এফ রহমান এমপি হলেও আমাদের সেতুটির কাজ আর হয়নি। সামনে নির্বাচন দেখা যাক নতুন এমপি আমাদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করেন কি না।

আগলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলতাব হোসেন বলেন, এ সেতু দিয়ে প্রতিদিন ভোর হতে রাত পর্যন্ত হাজার হাজার মানুষ যাতায়াত করে। ছোট ছোট শিশুরা বাঁশের সাঁকো দিয়ে পাড়াপাড় হতে গিয়ে র্দুঘটনার শিকার হচ্ছে। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর কাজ শুরু হলেও শেষ করার আগেই সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে কাজটি বন্ধ হয়ে যায়। এরপর আর কেউ সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়নি। আমরা আশা করি সরকার সেতু নির্মাণে উদ্যোগ নিবে।

নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী নাজমুল করিম বলেন, এব্যাপারে তিনি অবগত নন। এখনই জানতে পারলাম, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ২০০১ ব্যাচের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের পুরস্কার ও ভর্তি সহায়তা প্রদান

স্থানীয় অনুদানে শীতার্ত শ্রমজীবি শিশু ও তাদের পরিবারের মাঝে কম্বল বিতরণ

নবাবগঞ্জে বিপুল পরিমান চোলাই মদসহ গ্রেপ্তার ৪

শিলাকোঠায় শহীদ ওসমান হাদির মাগফেরাত কামনায় দোয়া

নবাবগঞ্জে ইউপি সদস্যসহ গ্রেফতার ২

নবাবগঞ্জে গ্যাস সিলিন্ডারের চরম সংকট, বিপাকে সাধারণ মানুষ

নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

নবাবগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

বেগম জিয়ার মৃত্যুতে ব্যারিস্টার নজরুল ইসলামের শোক

১৫ বছর ধরে দ্বীনি শিক্ষা ছড়িয়ে যাচ্ছে আবিদুন্নেছা শরীফ মাদরাসা ও এতিমখানা

১০

নবাবগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

স্লোগানে স্লোগানে মুখরিত ছিল এয়ারপোর্ট টু তিনশ ফিট সংবর্ধনা স্থল

১২

দোহারে নয়াবাজার কাগজ ব্যবসায়ীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

১৩

নবাবগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া মাহফিল

১৪

নবাবগঞ্জ ও দোহারে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বড়দিন

১৫

একই মঞ্চে আশফাক- মেহনাজ, উৎফুল্ল নেতাকর্মীরা

১৬

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

১৭

সন্ত্রাসীদের গুলিতে জুলাই যোদ্ধা ওসমান হাদি’র প্রাণ হারানোর ঘটনায় ডিআরই ‘র শোক

১৮

নবাবগঞ্জে মাসুদ রানা মজনু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

১৯

বিজয় দিবস উপলক্ষে দোহার নবাবগঞ্জ ফ্রেন্ডস টুগেদার ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

২০