ঢাকার নবাবগঞ্জে আগলা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় বিনাঅনুমতিতে সরকারি জমি ও খাল দখল করে বালু ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এব্যাপারে পদক্ষেপ নিতে গত ২ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা যায়, আগলা ইউনিয়নের মাঝপাড়া মৌজার সাবেক ১৯৩ ও ৪৭৭ এবং আর,এস ১৭৪ ও ১৭৩ দাগের জমি দখলের পায়তারা করছেন আমিনুল ইসলাম গংরা। সরকারি জমির পাশে তাদের নিজস্ব জমি থাকার সুযোগে সেখানে বালু ফেলার নামে সরকারি জমিতেও বালু ফেলার প্রস্তুতি নিচ্ছেন তারা। এছাড়া ঐ জমির পাশ^বর্তী খালও দখলের অভিযোগ উঠেছে একাধিক প্রভাবশালীর বিরুদ্ধে।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিশাল একটি পুকুরে বালু ফেলার জন্য পাইপ সংযোগ দেওয়া হচ্ছে। পুকুরের কিছু অংশ ব্যক্তি মালিকানা হলেও বেশিভাগ অংশ সরকারি অর্পিত সম্পত্তি। সরকারি জমি সুরক্ষায় কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
স্থানীয়রা জানান, তারা কৌশলে নিজেদের জমি ভরাটের নামে সরকারি জমিতেও বালু ফেলে দখল করে ফেলার পায়তারা করেছে। সরকারি সম্পত্তি রক্ষায় স্থঠনীয় প্রশাসনের কাছে তারা দ্রæত পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
তবে সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, আমরা নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে বালু ফেলার উদ্যোগ নিয়েছি। পুকুরে বাঁধ দিয়ে সরকারি জমি আলাদা করে নিজেদের জমিতে শুধু বালু ফেলা হবে। তিনি আরো বলেন, সরকারি জমিটি আমরা লিজ নিয়ে ব্যবহার করছি। এটা দখলের প্রশ্নই আসে না।
এব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম জানান, সরকারি জমিতে বালু ভরাটের কোন সুযোগ নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন