২৮ অক্টোবর কালো দিবস উপলক্ষ্যে এবং নির্বিচারে গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ উপজেলা।
মঙ্গলবার বিকালে উপজেলার বাগমারা স্কুল প্রাঙ্গণ থেকে উপজেলা আমীর মাওলানা এড. ইব্রাহিম খলিলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে জামায়াতে ইসলামী এবং এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা হাতে হাতে প্লাকার্ড বহন করেন, যাতে নিহতদের স্মরণে শ্রদ্ধা এবং খুনিদের বিচারের দাবি জানানো হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভার মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা এড. ইব্রাহিম খলিল বলেন, “আজ থেকে ১৮ বছর আগে এই দিনে প্রকাশ্যে দিবালোকে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের কর্মীদের ওপর নারকীয় হামলা চালানো হয়েছিল। এটি কেবল রাজনৈতিক সংঘাত ছিল না, বরং ছিল মানবতাবিরোধী গণহত্যা, যার নৃশংসতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।” তিনি অভিযোগ করেন, সরকার এই জঘন্য অপরাধের বিচার প্রক্রিয় বন্ধ করে দিয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে।
তিনি আরও বলেন, “জাতি আজ এই বর্বরতার ১৯তম বছরে পদার্পণ করেছে, কিন্তু আমরা এখনও ন্যয়বিচার পাইনি। যারা সেদিন মানুষ হত্যা করে লাশের উপর উল্লাস করেছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা অবিলম্বে মামলাগুলো পুনরুজ্জীবিত করে প্রকৃত দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানাই।
বক্তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ন্যায়বিচারের পথে তাদের সংগ্রাম চলমান থাকবে এবং দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তারা কাজ করে যাবেন।
উপস্থিত ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল কাদের, নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, শিবিরের সাবেক জেলা সভাপতি মামুনুর রহমান, মোস্তাক আহমেদ,
থানা উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মামুনুর রশীদ চৌধুরী, শিবিরের সভাপতি সিরাজুল ইসলাম সহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন