কার নবাবগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় “আলোচনা সভা ও মিলন মেলার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ। এ সময় তিনি বলেন, “রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানো সবচেয়ে মহৎ কাজ। ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব গত সাত বছরে অসংখ্য মানুষকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছে। এমন উদ্যোগ নবীন প্রজন্মের মানবিকতার প্রতীক। আমরা আশা করি, এই ক্লাব ভবিষ্যতেও সমাজের প্রতিটি স্তরে মানবসেবার আলোকবর্তিকা হয়ে কাজ করবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা: আব্দুস সালাম, যুবনেতা দূর্জয় মাহমুদ সোহেল, ব্যবসায়ী ও উদ্যোক্তা আমিনুল হক মিতু, বিএনপি নেত্রী শাহিনুর আলম এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. সাজিদ হোসেন এবং সঞ্চালনা করেন পনির আহমেদ। বক্তারা আরও বলেন, “রক্তদান মানবতার মহৎ দৃষ্টান্ত। ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাব শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে কাজ করছে।
ইয়ুথ ব্লাড ডোনার্স ক্লাবের অন্যতম সদস্য তানিশা ইসলাম নিলা বলেন, শুধু নবাবগঞ্জ নয়, আমাদের সদস্যরা দেশের যেকোন জায়গায় গিয়ে রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে কাজ করছে। রক্ত দেওয়ার পাশাপাশি আমরা মানুষের সকল বিপদ-আপদে পাশে দাঁড়াতে সর্বধা প্রস্তুত থাকি।
শেষে স্বেচ্ছাসেবী ও অতিথিদের সম্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।