ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীরা তাদের শারদীয় দূর্গোৎসব নির্ভয়ে নির্বিঘ্নে করতে পারবেন বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ওয়াছেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৮ টি পূজা মন্ডপে জিআর চাল বিতরণ ও আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
খন্দকার আবু আশফাক পূজারীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরা মন্ডপের বাইরে পাহারায় থাকবে এবং তাদের আইডি কার্ড দেওয়া হবে। এটা আমাদের দলীয় হাইকমান্ডের নির্দেশ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন তাসলিম আল তাজোয়ার, নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কমল কান্৭িত দাস প্রমুখ।
শেষে, উপজেলার ১৯৮টি পূজা মন্ডপে সরকারি বরাদ্দের ৫শ’ কেজি করে চালের বরাদ্দপত্র পূজারীদের মাঝে বিতরণ করা হয়।
মন্তব্য করুন