ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পাঁচটি পরিবার। রাতের আঁধারে ঘরের সামনে দেয়াল নির্মাণ করায় চলাচলের ব্যাঘাত ঘটছে পরিবারগুলোর বাসিন্দাদের।
ভুক্তভোগী পরিবারের সদস্য নুরন্নাহার কাঁপা কণ্ঠে বলেন, আমরা ঘুম থেকে উঠে দেখি, আমাদের বাড়ির রাস্তার মুখে রাতারাতি ৫-৬ ফুট উঁচু দেয়াল তুলে দেওয়া হয়েছে। এরপর থেকেই আমরা যেন নিজের বাড়িতেই বন্দি হয়ে গেছি। ঘরের বাইরে গেলেও কোথাও যাওয়ার পথ নেই। মনে হচ্ছে, আমরা খাঁচার ভেতর মানুষ। এই দেয়াল তোলার অভিযোগ স্থানীয় এক সাবেক ইউপি সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে। তাদের এই পদক্ষেপের ফলে অন্তত পাঁচটি পরিবার এখন কার্যত অবরুদ্ধ।
নুরন্নাহার আক্ষেপ করে বলেন, আমরা থানায় অভিযোগ করেছি, ইউএনও’র কাছেও লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা এখনো পাইনি। আমরা দিশেহারা হয়ে পড়েছি। আজ আমরা শুধু চাই, আবার যেন চলাফেরা করতে পারি।
একজন বৃদ্ধ ভুক্তভোগী বলেন, বয়সের কারণে শরীরটা প্রায়ই খারাপ হয়। ডাক্তার দেখানোর দরকার হয়। কিন্তু এখন তো হাসপাতালে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। যদি মাঝরাতে কারো সমস্যা হয়, তাহলে তো মৃত্যু ছাড়া উপায় থাকবে না।
অবরুদ্ধ পরিবারগুলো অভিযোগ করেন, শুধু রাস্তা বন্ধই নয়, প্রতিবাদ করলেই তাদের উপর নেমে আসে নির্যাতন। গায়ে হাত তোলা হয়, ভয়ভীতি দেখানো হয়।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসিফ রহমান. বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এলাকাবাসী বলছেন, একটি পথ বন্ধ করে দিয়ে কাউকে বন্দি করে রাখা অমানবিক। এটা শুধু অন্যায় নয়, মানুষের মৌলিক অধিকার হরণের সামিল। আমরা চাই, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।
মন্তব্য করুন