“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাগমারা কোর্ট বিল্ডিং এর যুব প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
নবাবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নুরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূর-এ-এলাহী।
আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা তানভির শরিফ, সাইয়েমা শরিফ অনন্যা প্রমুখ।
এসময় বায়োগ্যাস প্লান নির্মান ও খামার স্থাপন প্রকল্পের অনুকুলে ৫ জনকে ২ লাখ টাকা করে ঋণ সহায়তা করা হয় এবং ২০২৪-২৫ অর্থ বছরে হাঁস-মুরগী পালন বিষয়ক ৩০জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সনদপত্র ও সহায়তা ভাতা প্রদাণ করা হয় ।
মন্তব্য করুন