ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদের কর্মরত আসলাম (৫২) নামে এক চৌকিদারের বিরুদ্ধে রাস্তা নির্মাণ সামগ্রীসহ সরকারি মালামাল ইট ও খোয়া চুরির অভিযোগ উঠেছে। আসলাম ওই ইউনিয়নের মিয়া হাটি গ্রামের বারেকের ছেলে। তিনি গালিমপুর ইউনয়ন পরিষদে দীর্ঘদিন ধরে চৌকিদারের দায়িত্ব পালন করছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, গালিমপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন ফান্ডের ২ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে রামনাথপুর মেইন রোড থেকে মোতালেব মেম্বারের বাড়ি হয়ে বড়গাও মেইন রোড পর্যন্ত ইট ও বালু সিমেন্ট ও খোয়া দ্বারা গ্রামীণ পাকা রাস্তা নির্মাণ কাজ করা হয়। সেই রাস্তার ইট ও খোয়ার প্রায় ১৫ হাজার টাকার সরকারি মালামাল চুরি করেন ওই কাজের সার্বক্ষনিক দায়িত্বে থাকা আসলাম চৌকিদার।
স্থানীয়রা জানায়, প্রথমে আসলাম চৌকিদার এ মালামালের চুরি কথা অস্বীকার করে। পরে ওই ইউনিয়ন পরিষদের কর্মরত দফাদার মো. মিরাজ হোসেন ও চৌকিদার আনোয়ারকে চুরি হওয়া মালামাল উদ্ধারে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পরিষদ থেকে। তদন্ত ব্যক্তিদের নানা কৌশলে আসলাম নিজেই তার মুখ থেকে এ মালামাল চুরির কথা স্বীকার করেন। পরে নিজ খরচে গাড়ি ভাড়া দিয়ে চুরি হওয়া মালামাল ইউনিয়ন পরিষদে পাঠান আসলাম চৌকিদার।
চুরির ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা ও ইউনিয়ন পরিষদের সদস্য এবং কর্মকর্তারা। এক গ্রাম্য পুলিশের দ্বারা সরকারি মালামাল চুরির ঘটনায় বিস্মিত তারা। এরআগেও আসলাম তার সহকর্মী এক চৌকিদারকে মারধর করেছিল বলে জানা যায়।
এব্যাপারে পরিষদের দফাদার মিরাজ হোসেন বলেন, আসলাম মালামাল চুরির কথা স্বীকার করেছেন এবং ৯ আগষ্ট শনিবার তার নিজ খরচে ইট ও খোয়া গাড়ি ভাড়া করে পরিষদে পাঠিয়ে দেন তিনি।
এ বিষয়ে রাস্তার কাজের সভাপতি ৭নং ওয়ার্ড মেম্বার এহসান বলেন, ঘটনা সত্য এবং তার বিরুদ্ধে পরিষদ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত আসলাম চৌকিদার বলেন, ঘটনা যা-ই হোক এ বিষয়ে পরিষদের সবার সাথে আপোষ মিমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা উপজেলা আইসিটি অফিসার মো. আমিনুলন ইসলাম বলেন, বিষয়টি ইউএনও কে জানানো হয়েছে। আসলামের বিরুদ্ধে চুরিসহ একাধিক অভিযোগ রয়েছে। এর আগে তপন মোল্লা চেয়ারম্যান থাকা অবস্থায় আসলামের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো এবং দোষী সাব্যস্ত হয়ে বহিস্কারও হয়েছিল বলে জানান এ কর্মকর্তা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম বলেন, আমি বিষয়টি অবগত হয়েছি খুব শীঘ্রই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন