ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী রাধাকান্তপুর-চক খানেপুর পূর্বাণী যুব সংঘের কমিটি গঠন করা হয়েছে। শনিবার ক্লাবের মাঠে এলাকাবাসীর সর্বসম্মতিক্রমে শেখ আনোয়ারকে সভাপতি ও মো. শাহজাহান মোল্লাকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি মাসুদ সিদ্ধা, দ্বিজেন্দ্র কুমার সরকার, মো. আইয়ুব আলী ও দুলাল বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, যুগ্ম সম্পাদক মো. সুজন মোল্লা ও শ্যামল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মহিন দেওয়ান, সহ সাংগঠনিক সম্পাদক জহির খান ও রাসেল মোল্লা, প্রচার সম্পাদক সেকেন্দার মৃধা, সহ প্রচার সম্পাদক মো. জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক শেখ মিসান, কোষাধ্যক্ষ ফারুক সিদ্ধা, দপ্তর সম্পাদক অমিত চন্দ্র শীল, সহ দপ্তর সম্পাদক ফারুক মোল্লা, সমাজ কল্যান সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক শেখ মহিউদ্দিন মিশু ও সহ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পলাশ মাষ্টার।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের উন্নয়নের সকলের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন