ঢাকার নবাবগঞ্জ উপজেলা জামায়াতের কমিটি গঠন করা হয়েছে এতে এ্যাডভোকেট মাওলানা ইব্রাহিম আমীর এবং মাওলানা মোহাম্মদ আলী সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের পক্ষে মো. মোস্তাক আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন নায়েবে আমীর মাওলানা হারুনূর রশিদ, শুরা সদস্য মাওলানা অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ, মোস্তাক আহমেদ, মামুনুর রশীদ চৌধুরী, মুফতি মাওলানা আরিফ বিল্লাহ ও মাওলানা আব্দুস সালাম।
জানা যায়, নবাবগঞ্জ উপজেলা পূর্ব ও পশ্চিম নামে দুটি কমিটি ছিল। সাংগঠনিক গঠনতন্ত্র মেনে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলটির সূত্র নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন