নবাবগঞ্জ উপজেলা নতুন বান্দুরা নূরানী কিন্ডার গার্টেন ও মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড, বেফাক এর কেন্দ্রীয় পরীক্ষায় অত্র মাদসারার বালিকা শাখার এক ছাত্রী মেধা তালিকায় শীর্ষ স্থান পাওয়ায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাইখুল হাদিস মুফতী সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ সভাপতি মোহাম্মদ মজনু মোল্লাহ।
বান্দুরা আল আমিন এতিমখানা ও মাদরাসার মুহতামিম মুফতি মুহাম্মদ আল আমিনের সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল রাজ্জাক মেম্বার, ব্যবসায়ী আবুল বাসার সুজন, আবুল শিকদার, স্থানীয় জাকির হোসেন, মো. মামুন, মো. নাহিদ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম, মুহতামিম মুফতি তাজুল ইসলাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, নতুন বান্দুরা নূরানী কিন্ডার গার্টেন ও মাদরাসায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।
মন্তব্য করুন