ঢাকার নবাবগঞ্জে ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সেন্ট ইউফ্রেজীস্ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রত্যেক শিক্ষার্থীদের ফুলের পাশিপাশি জিপিএ ৫ প্রাপ্তদের বিশেষ সম্মাননা জানানো হয়।
এসময় বক্তারা কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জীবনের প্রথম ধাপ সফলতার সাথে শেষ করেছো। তবে মনে রাখতে হবে আগামী দুই বছর তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এসময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারলে তোমাদের স্বপ্ন পূরণ হবে । এসময় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান তারা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন হাসনাবাদ পবিত্র জপমালা গির্জার পাল পুরোহিত ফাদার কল্লোল লরেন্স রোজারিও, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সিস্টার মাগ্রেট গমেজ, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ব্রাদার রকি লুক গোসাল, সেন্ট থেকলাস বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার কাকন মারীয়া রোজারিও, সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, উপাধ্যক্ষ সিস্টার পুষ্প তেরেজা গমেজ, সহকারী শিক্ষিকা সিস্টার নিলু, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, মলয় টমাস গমেজ সহ প্রতিষ্ঠানের প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মন্তব্য করুন