ঢাকার নবাবগঞ্জে নানা বাড়িতে এসে খালের পানিতে ডুবে জায়িম (৪) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। সোমবার বেলা আনুমানিক ২টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের কলাকোপা সংলগ্ন গোয়ালনগর এলাকায় এঘটনা ঘটে।
জায়িম গোয়ালনগর এলাকার ফিনল্যান্ড প্রবাসী মো. মাসুদ ও সাহেদা আক্তার দম্পত্তির ছেলে।
নিখোঁজ জায়িমের পরিবার জানান, জায়িমরা সম্প্রতি ফিনল্যান্ড থেকে দেশে এসে নানা বাড়িতে বেড়াতে আসেন। সোমবার দুপুরে তিনি বাড়ির উঠানে খেলা করছিলেন। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন। এক পর্যায় বাড়ির পাশ্ববর্তী সাদাপুর খালের পানিতে জায়িমের জুতা ভাসতে দেখেন তারা। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুজি করেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকেল সাড়ে ৪টা দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
জায়িমের নানা মো. সেলিম কান্নাজনিত কন্ঠে বলেন, আমার সাথেই খেলা করছিল জায়িম। ২ মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েছিলাম। এসে দেখি নাতী আমার নেই। পরে খালের পানিতে জুতা ভাসতে দেখি। ওর বাবা বিদেশ, ওকে কিভাবে জানাবো এ খবর।
মন্তব্য করুন