ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতিকালে সোরহাব শেখ (৫৭) নামে এক ব্যক্তিতে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ। শনিবার রাতে উপজেলার সুতারপাড়ার মেঘুলা ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, রাত আনুমানিক সাড়ে নয়টায় মেঘুলা ঘাট সংলগ্ন পদ্মানদীতে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় নৌ পুলিশের এস আই মো: নাসির উদ্দিন, এএসআই মোস্তাফিজ সহ নৌ পুলিশের একটি দল তাকে আটক করে। এসময় তার নিকট থেকে প্রায় ৫০০ মিটার কারেন্ট জাল ও একটি পুরাতন ইঞ্জিনচালিত কাঠের জেলে নৌকা জব্দ করা হয়।
তার বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান কুতুবপুর নৌ- পুলিশের ইনচার্জ মো: নূরুল আলম।
মন্তব্য করুন