বিএনপি নেতা হারুন মাস্টার হত্যার বিচারের দাবিতে দোহারের নয়াবাড়িতে শুক্রবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসি। মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ একত্বতা প্রকাশ করেন।
প্রায় দেড় ঘন্টা মানববন্ধন শেষে বাহ্রাঘাটে আয়োজিত প্রতিবাদ সভায় হত্যাকান্ডের সাথে জড়িত সব অপরাধিদের বিচার নিশ্চিত না হলে তীব্র আন্দোলনের হুশিয়ারি দেন আন্দোলকারীরা।
হারুন মাস্টারের মেয়ে সাবিহা আক্তার বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে।
গত ২ জুলাই বুধবার সকাল ছয়টার দিকে বাড়ি থেকে হাঁটতে বের হলে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় হারুন মাস্টারকে। এ ঘটনায় নিহত শিক্ষকের ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা দায়ের করলে মো: ফারুক হোসেন সহ দুজন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।
মন্তব্য করুন