ঢাকার নবাবগঞ্জে ব্রিজ থেকে ইছামতি নদীতে পরে গিয়ে নিখোঁজ তানজিদ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ডুবরি দলের কর্মীরা ইছামতি নদীতে তল্লাশি চালিয়ে ব্রিজ থেকে প্রায় ১০০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করে।
মৃত তানজিদ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুর গ্রামের চান মিয়ার ছেলে। সে শারিরীক প্রতিবন্ধী ছিলেন।
দোহার ফায়ার ষ্টেশন অফিসার তামিম হালদার বলেন, পানিতে ডুবে নিখোঁজের সংবাদ পেয়ে ঢাকা ফায়ার সার্ভিস হেডকোয়াটার্স ও দোহারের ৯ সদস্যের একটি ডুবরী দল বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধারের কাজ শুরু করে প্রায় ২ঘন্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তানজিদ ইছামতি নদীর উপর নবাবগঞ্জ-যন্ত্রাইল ব্রিজে রেলিংয়ে বসে ছিল। এক পর্যায়ে সে সেখান থেকে নদীতে পড়ে ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা দৌড়ে গিয়ে স্থানীয়দের জানায়। সংবাদ পেয়ে তার স্বজন ও স্থানীয়রা পানিতে অনেক খোজঁখোঁজি করে না পেয়ে দোহার ফায়ার ষ্টেশনে খবর দেয়।
নিখোঁজ তানজিদের চাচা আব্দুল মালেক বলেন, সে কি লাফ দিয়েছে নাকি ব্রিজ থেকে পড়ে গিয়ে ডুবে গেছে তা এখানো নিশ্চিত না। তবে স্থানীয়দের ভাষ্যমতে লাফ দেয়ার কথা জানা গেছে। তাঁর একটি হাত দুর্ঘটনায় আহত। সে কারণে পড়েও যেতে পারে।
মন্তব্য করুন