ঢাকার নবাবগঞ্জে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মো. সানী (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায়র দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের পুরাতন বান্দুরা এলাকায় এঘটনা ঘটে। এসময় আল মিরাজ (২০) নামে এক যুবক আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বৃস্টির সময় বাড়ির পাশ্ববর্তী খোলা জায়গায় সানীসহ ২০/২২ জন ফুটবল খেলতে যায়। খেলার এক পর্যায় বজ্রপাতের আঘাতে সানির শরীরের পীঠের অংশ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং আল মিরাজ আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক সানীকে মৃত ঘোষণা করেন এবং আল মিরাজকে ভর্তি রাখেন।
সানীর বাবা মো. সোহেল বলেন, সানী প্রতিদিন কাজে যান। কিন্ত বৃস্টির কারনে আজ কাজে না গিয়ে এলাকার পুলাপানের সাথে খেলতে গিয়েছিল। আমার বুকের ধন এভাবে চলে যাবে আমি ভাবতে পারছি না।
মন্তব্য করুন