পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়নশ্রী ইউনিয়ন শাখা। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা -১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও ইউরোপ- যুক্তরাজ্য জামায়াতে ইসলামের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুফতি মো. আরিফ বিল্লাহর সভাপতিত্বে ও ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদের সঞ্চালনায় নয়নশ্রী ইউনিয়নের খানেপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মবিনুর রহমান, নবাবগঞ্জ পূর্ব জামায়াত ইসলামির আমীর ও ঢাকা জজ কোর্টের এপিপি এডভোকেট ইব্রাহিম খলিল, নবাবগঞ্জ পশ্চিম জামায়াতের আমীর মাওলানা মো. হারুনুর রশিদ, সেক্রেটারি জেনারেল মোস্তাক আহমেদ। বক্তব্য রাখবেন নয়নশ্রী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আমজাদ হোসেন।
Leave a Reply
You must be logged in to post a comment.