1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

২২ মার্চ নবাবগঞ্জ পেশাজীবী পরিষদের ইফতার ও মতবিনিময় সভা

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৯ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকায় দোহার ও নবাবগঞ্জের পেশাজীবীদের সম্মানে ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছে দোহার নামাজ পেশাজীবী পরিষদ। আগামী ২২ মার্চ রাজধানী ঢাকার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে ফোরামের সদস্য দুই উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিচারপতি,সিনিয়র সাংবাদিক, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা, ব্যাংকার, প্রকৌশলী, চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত থাকবেন।

এ বিষয়ে ফোরামের সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা বলেন, আমরা প্রতিবছরই দোহার ও নবাবগঞ্জের পেশাজীদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করে থাকি। এবারও আয়োজন করেছি। এবারও আগামী ২২ মার্চ শনিবার সেগুনবাগিচার বাগিচা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আমাদের এই আয়োজনে দোহার নবাবগঞ্জের যেসব প্রকৌশলী, চিকিৎসক সাংবাদিক, আইনজীবী, ব্যাংকার, সরকারি কর্মকর্তা ও শিক্ষকতা পেশায় যুক্ত আছেন। কিন্তু এখনো আমাদের সদস্য হননি, তারাও আমাদের সংশ্লিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করে এ আয়োজে যুক্ত হতে পারবেন। ফোরামের সভাপতি প্রকৌশলী সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক ডা. হরগোবিন্দ সরকার অনুপ ফোরামের সব সদস্য ও যারা এখনো সদস্য হননি তাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ