ঢাকার নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন বিএনপি ৮নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বান্দুরা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এর আয়োজন করেন।
বান্দুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক মেম্বারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. আবুল শিকদার, ত্রাণ ও পুনবার্সন সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, বান্দুরা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি আব্দুল কুদ্দুস, সহ সভাপতি আসলাম সিকদার, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মহসিন, যুগ্ম সম্পাদক মো. তৌহিদ, ছাত্র বিষয়ক সম্পাদক রুবেল তালুকদার, প্রচার সম্পাদক হালিম শিকদার, বান্দুরা ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়া মেম্বার, সিনিয়র সহ সভাপতি মো. হিজবুল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ঢাকা জেলা জিয়া সাইবার ফোর্সের আহবায়ক মো. জুম্মন, যুবদল নেতা ফারুক বেপারী সহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ইফতারের আগে বিশেষ মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.