1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

দুর্নীতিবাজ চাঁদাবাজদের জন্য স্বাধীনতা যুদ্ধ করিনি : রাওয়া’র চেয়ারম্যান কর্নেল আব্দুল হক

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ ও ৫ই আগস্টের বিপ্লব আমরা কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ, কোনো প্রতারকদের জন্য করিনি। আমরা যেন কথা বলতে পারি, ভোটের অধিকার প্রয়োগ করতে পারি, অন্য বস্ত্র বাসস্থান, সু-শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য যুদ্ধ, ৫ই আগস্টের বিপ্লব করেছি বলে মন্তব্য করেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক। ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া মডেল টাউন এলাকায় কেরানীগঞ্জ বিনির্মানে ৯০ দশকের বিএনপি এবং সহযোগী ছাত্রবৃন্দের উদ্যোগে সংসদীয় আসন ঢাকা-২ এর ত্রিয়োদশ নির্বাচনী মতবিনিময় সভায় কেরানীগঞ্জ মডেল বিএনপির শ্রম ও অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আব্দুল হক আরো বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, রাজনীতি না করলেও আমি আমার জন্মস্থানের ঘরে ঘরে সেবা দিব এটা আমার দায়িত্ব। আমি ভোটে দাঁড়াই বা না দাঁড়াই। আমি নির্বাচিত হই বা না হই আমি শৈশব থেকেই এলাকার মানুষকে সেবা দিয়ে আসছি ভবিষ্যতেও সেবা দিবো। আপনারা সত্য ও যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন। কোনো দুর্নীতিবাজ চাঁদাবাজকে ভোট দিবেন না।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত বিডিআর সদস্যদের ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা জেলা যুবদল নেতা সুজন তালুকদার, এমিলি, কেরানীগঞ্জ যুবদল নেতা মুহাম্মদ শাহজাহান সম্রাট, দিল ইসলাম কামরাঙ্গীর চর ৫৫নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ