ঢাকার দোহারে শেখ গোপাল নামে শতবছরের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
নিহতের ছেলে জয়নাল ও মো: ওলি জানান, বাড়ির পাশের একটি কাঠাল গাছের ডাল থেকে তার বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
পরিবারের লোকজন জানান তার মানসিক সমস্যা ছিল। গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছে বলে দাবি পরিবারের।
এ ঘটনায় দোহার থানা পুলিশ লাশ হাসপাতাল থেকে দোহার থানায় নিয়ে এসে একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
পরিবারের কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।
নিহত শেখ গোপাল নারায়নপুর গ্রামের মৃত: শেখ ওফাজ উদ্দিনের ছেলে।
Leave a Reply
You must be logged in to post a comment.