1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

দোহারে মেলার নামে অশ্লীলতা বন্ধের দাবিতে স্বারকলিপি প্রদান

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

ঢাকার দোহার উপজেলার নুরুল্লাপুর মেলায় ভ্যারাইটি-শো ও পুতুল নাচের নামে অশ্লীলতা বন্ধের দাবিতে দোহারের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার ( ৯ ফেব্রুয়ারী) দুপুরে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর এ স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিলাকোঠা মাদরাসার মুহতামিম ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম, মেঘুলা মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুল্লাহ, জয়পাড়া বাজার মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল হান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার এর ছাত্র প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মাওলানা ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ মোসলেম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ-সভাপতি হাফেজ মোঃ রুহুল আমীন দেওয়ান, খেলাফত যুব মজলিস দোহার থানা শাখার সেক্রেটারি আলী আহমাদ মাদবর, রুকাইয়া (রা.) মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতী মুজাহিদুল ইসলাম, মাদরাসাতুর রহমানের পরিচালক মাওলানা মুহাইমিনুল ইসলাম ফাহাদসহ আরও অনেকে।

স্মারকলিপিতে ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতা উল্লেখ করেন, নুরুল্লাপুর মেলায় ভ্যারাইটি-শো এবং পুতুল নাচের নামে অশ্লীল ও অনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এসব কার্যক্রম তরুণ সমাজকে বিপথগামী করছে বলে তারা দাবি করেন।

তারা প্রশাসনের কাছে দ্রুত এসব অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানান এবং ভবিষ্যতে এমন অনৈতিক কার্যক্রম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। স্মারকলিপি গ্রহণ করে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয় l

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ