1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জে মাটি কাটা ও বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড, একজনকে অর্থদণ্ড

রিপোর্টার:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২৩ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে ইস্রাফিল হোসেন রাকিব ও নয়ন নামে দুইজনকে কারাদন্ড এবং বালু উত্তোলনের দায়ে বারেক নামে একজনকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার উপজেলার শোল্লা ইউনিয়নের সুলতানপুর ও নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রহমান।

জানা যায়, ফসলি জমির মাটি কেটে বিক্রি সংবাদ পেয়ে সুলতানপুরের অভিযান চালিয়ে ইস্রাফিল হোসেন রাকিব ও নয়নকে আটক করে ভ্রাম্যমান আদালত। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় তাদের প্রত্যেককে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান।

একই দিন নয়নশ্রীর উত্তর বাহ্রায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বারেক নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন নবাবগঞ্জ থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ রহমান বলেন, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ