ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মহিলা কার্যালয়ের মিলনায়তনে উপজেলা মহিলা অধিদপ্তর যুবউন্নয়ন অধিদপ্তর সমবায় অধিপ্তর ও এনজিও প্রতিনিধি কারিতাস এ উৎসবের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম।
পিঠা উৎসবের মধ্যে ছিলো, ভাপাপুলি, তেল চিতই,পাটিসাপ্টা, চিতই, দুধপুলি, চিতইভিজা, ছেইপিঠা, সেমাই পিঠা, জামাই পিঠা, মুকশল্লা, মুরগসংশা, দুধ কধু অন্যতম।
উৎসবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, যুবউন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. নুর এ এলাহী, খাদ্য কর্মকর্তা মোসাম্মত হাফসা হাই, উপজেলা যুবউন্নয়ন সহকারী কর্মকর্তা মো. আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
Leave a Reply
You must be logged in to post a comment.