1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন

দোহারে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৪ বার দেখা হয়েছে

ঢাকার দোহারের সড়ক দুর্ঘটনায় পদ্মা সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী হৃদয় মৃধার মর্মান্তিক মৃত্যু ও আরেক শিক্ষার্থী শিহাব উদ্দিন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে তাদের সাথে সংহতি প্রকাশ করেন কলেজের শিক্ষকরাও।

রবিবার দুুপুরে পদ্মা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের হয়ে ফুলতলা বাজারে গিয়ে মানবন্ধনের মধ্যেদিয়ে শেষ হয়। এসময় বক্তারা অনতিবিলম্বে দোহারের সব ফিটনেসবিহীন গাড়ী জব্দের পাশাপাশি লাইসেন্সবিহীন কেউ যাতে গাড়ি চালাতে না পারেন তার আল্টিমেটাম দেন। এসময় তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জানা যায়, গত ৬ জানুয়ারি সোমবার দুপুরে হৃদয় ও তার বন্ধু মোটরসাইকেল করে কলেজে আসার সময় একটি মিনি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। এ ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ ও চালক শহিদুল ইসলামকে আটক করে পুলিশ। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা গেলে ক্ষুব্ধ হয়ে উঠে পদ্মা কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় হৃয়ের চাচাচো ভাই মোঃ হুমায়ুন কবির বাদি হয়ে দোহার থানায় একটি মামলা করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ