সিআইপি নির্বাচিত হওয়ায় নিজ এলাকায় ভালোবাসায় সিক্ত হলেন মোহাম্মদ মোস্তফা। মঙ্গলবার সকালে তিনি ঢাকার নবাবগঞ্জে এলে তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ব্যবসায়ী মোহাম্মদ মোস্তফা এলাকায় আসবেন এমন সংবাদে সকাল থেকেই অপেক্ষার প্রহর গুনতে থাকেন এলাকাবাসী। সকাল সাড়ে ১১টায় মোহাম্মদ মোস্তফা নবাবগঞ্জের টিকরপুর এলে তাকে ফুল ও মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মোটরসাইকেল মহড়া নিয়ে নিজ এলাকা চূড়াইনের মোসলেমহাটিতে যান এ ব্যবসায়ী। এসময় তাকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা।
সিআইপি প্রাপ্ত মোহাম্মদ মোস্তফা বলেন, আমি সত্যি আনন্দিত এলাকাবাসীর এমন সম্মাননা পেয়ে। সব সময় মানবসেবায় কাজ করতে চাই৷ আমি সব সময় চেষ্টা করেছি সঠিক উপায়ে দেশে টাকা পাঠাতে। তাই আজ আমি এ সম্মান পেয়েছি। এতে আমি ও আমার পরিবার মহা খুঁশি। আমি চাই আমার দেখাদেখি দেশের প্রতিটা মানুষ বৈধ উপায়ে দেশে টাকা পাঠাক। এসময় তাকে সিআইপি নির্বাচিত করায় সরকারকে ধন্যবাদ জানান।
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ এ এবছর সিআইপি (খ ক্যাটাগরি) নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জের উপজেলার চূড়াইন ইউনিয়নের মোসলেমহাটি গ্রামের কৃতি সন্তান দিল মোহাম্মদ মোস্তফা।
জানা যায়, দিল মোহাম্মদ মোস্তফা দীর্ঘদিন দুবাই ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি বৈধ উপায়ে দেশে টাকা পাঠানোর জন্য এ বছর (For outstanding contribution in Remitting foreign carrency in united Arab Emirates) খ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সিআইপি নির্বাচিত হয়েছেন। গত ১৮ ডিসেম্বর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার হাত থেকে পুরস্কার তুলে দেন।
Leave a Reply
You must be logged in to post a comment.