ঢাকার দোহার উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় সোমবার পানিতে ডুবে মো. জুবায়ের নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
স্বজনরা জানান, দুপুর ১২টায় জুবায়ের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা জুবায়েরকে দেখতে না পেরে খোঁজাখুজি করেন। প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরের পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শিশু যুবায়ের ব্যাঙ্গারচক এলাকার মো. জুলহাস এর ছেলে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.