ঢাকার নবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ফ্রেন্ডস্ স্কোয়াডের সার্বিক সহযোগিতায় শান্তিনগর বিলপল্লী চরখলসি যৌথ উদ্যোগ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় সাদাপুর একতা সংঘকে পরাজিত করে জামশা কাজীপাড়া চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। উদ্বোধন ছিলেন নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিনুর রহমান এবং গেস্ট অফ অনার ছিলেন নয়নশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা ও যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেন্টু মোল্লা।
বিলপল্লী সবুজ সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. আয়নাল হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন এর সঞ্চালনায়
অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা দুর্জয় মাহমুদ সোহেল, যন্ত্রাইল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইদ্রিস বেপারী, প্রবাসী মোয়াজ্জেম হোসেন ইসা, হারুন অর রশীদ, মুক্তার ফকির, সাত্তার শিকদার, সিরাজুল ইসলাম সিরাজ, খোকন মাদবর, স্বাধীন মাদবর, মাইনুদ্দিন, সহিদ মিয়া, মান্নান সিকদার, উজ্জল ফকির, জাহাঙ্গীর আলম, মানিক হোসেন ও নাহিদ ফকির সহ আরো অনেকে।
ট্রফি দাতা ও পৃষ্ঠপোষকতা ছিলেন রিপন হোসেন, শেখ সিরাজ, সামী, স্বাধীন মাতবর, বেলায়েত ইসলাম বেলাল ও শেখ আনসার রনি।
Leave a Reply
You must be logged in to post a comment.