ঢাকার নবাবগঞ্জে নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার উপজেলার আগলা, চূড়াউন, গালিমপুর, বাহ্রা ও বক্সনগর ইউনিয়নে পর্যায়ক্রমের অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাড. সালমা ইসলাম।
এবছর যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাড. সালমা ইসলাম তার স্বামী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে এ অঞ্চলে প্রায় ৩০ সহস্রাধিক শীতবস্ত্র বিতরণ করবেন। পর্যায়ক্রমে দোহার নবাবগঞ্জে প্রতিটি ইউনিয়নে এ শীতবস্ত্র বিতরণ করা হবে।
বক্সনগর ইউনিয়নের বর্ধনপাড়া মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বর বিতরণকালে সালমা ইসলাম বলেন, দোহার-নবাবগঞ্জের যে কোন দুর্যোগেই আমি ও আমার পরিবার আপনাদের পাশে আছে, আগামীতেও থাকবে। আমার রাজনীতির মূল লক্ষ্য হচ্ছে মানুষের ও দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা। আসুন, আমরা দলীয় ভেদাভেদ ভুলে দল-মতের ঊর্ধ্বে এসে দুস্থ শীতার্তদের পাশে দাঁড়াই। দোহার ও নবাবগঞ্জে অসচ্ছল মানুষের কথা চিন্তা করে বিগত ১৭ বছর ধরে শীতে কম্বল বিতরণ করে আসছি। যাতে শীতবস্ত্রের অভাবে আপনারা কেউ কষ্ট না পান।
আগলা ইউনিয়ন পরিষদে ফরিদা বেগম ৮০ নামের এক বৃদ্ধা কম্বর হাতে পেয়ে খুঁশি হয়ে বলেন, সালমা ইসলামই প্রতিবছর আমাদের কথা মনে রেখে শীতের সময় শীত বস্ত্র নিয়ে হাজির হন। দুইদিন যাবত অনেক ঠান্ডা পড়েছে কম্বরটা পেয়ে খুব ভালো হলো। শীতে ঘুম আসে না কম্বরটা গায়ে দিয়ে আজ ভালোভাবে ঘুমাতে পারবো।
কথা হয় মুনছের আলী ৬০ নামের আরেক বৃদ্ধার সাথে তিনি জানান, এবছর দিয়ে টানা তিন বার আমি শীতবস্ত্র কম্বল পেলাম, সালমা ইসলাম ছাড়া আমাদের দেখার মতো আর কেউ নেই।
এসময় উপস্থিত ছিলেন মো. জুয়েল আহমেদ, মো. খলিলুর রহমান, এমএ মজিদ, মো. বোরহান, টিপু মিয়া, মো. মহসিন, ফরিদ মেম্বার, আনোয়ার মোড়ল, আবুল হাসেম, মো. বাহার বেপারী, সাহেদ ভ‚ইয়া, মো. খাইরুল, তাজুল ইসলাম, মতিউর রহমান, মো. ফয়সাল, শুভ্র তালুকদার প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.