ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণায় ‘দেশীয় পণ্য কিনে হোন ধন্য’ শ্লোগানে ঢাকার নবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক।
নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুনের ঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুগ্ম সম্পাদক ইউনূস আলী খান, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের শাহীনুর আলম, দোহার উপজেলা মহিলা দলের সভাপতি সম্পা আক্তার।
শেষে ভারতীয় শাড়ি ও শাল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয় এবং সেই সাথে দেশীয় শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.