ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার অভিযোগে ৭ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় ২টি বৈদ্যুতিক শক মেশিন, দুটি পাউডার ব্যাটরী ও একটি ইনভার্টার জব্দ করা হয়।ু
সাজাপ্রাপ্তরা হলেন দোহারের মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকার শেখ আজিজ এর ছেলে শেখ মুন্না, একই এলাকার মৃত শেখ লাল মিয়ার ছেলে শেখ নয়ন, মৃত মুনসের মোল্লার ছেলে মো. মুকুল মোল্লা ,সাকিম আলী শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার, মাহমুদপুর হাজাম বাড়ির মোড় এলাকার রহিম খার ছেলে মো. ইকবাল, চরকুসাই এলাকার মো. জয়নাল বেপারীর ছেলে মো. রবিউল ও লাল মিয়া বেপারীর ছেলে মো. মিরাজ বেপারী।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মৈনটঘাটে যায় পুলিশ ও আনসারের একটি দল। এসময় বৈদ্যুতিক শক মেশিন দিয়ে মাছ ধরার প্রস্তুতির সময় চারজনকে এবং মাছ ধরার সময় আরো তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি বৈদ্যুতিক শক মেশিন, দুটি ব্যাটারী ও একটি ইনভার্টার। পরে শনিবার ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান প্রত্যেকে সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খান জানান, আটককৃত প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.