ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করা হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জাতীয় এই দিবস দুটি সফল করার লক্ষ্যে বিভিন্ন কমিটি ও উপ কমিটি গঠন করা হয়।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আসিফ রহমান, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.মমিনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, জাতীয় পার্টি নেতা খলিলুর রহমান, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্যানেল চেয়ারম্যান মাহাবুবুর রহমান লিটন ও বাবু লাল মোদক।
Leave a Reply
You must be logged in to post a comment.