ঢাকার কেরানীগঞ্জে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়তে বিক্ষোভ মিছিল করেছেন আগানগর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন ব্যবসায়ীক ও সামাজিক সংগঠন। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার সমিতি শনিবার বিকেলে আগানগর ইমামবাড়ি কেরানীগঞ্জ তিতাস অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আগানগরের আমবাগিচা মাঠে যোগ দেয়।
আগানগর ইউনিয়ন বিএনপি নেতা ইমান উল্লাহ মাস্তানের আয়োজনে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত কেরানীগঞ্জ গড়তে বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী।
এর আগে আগানগর ইউনিয়ন বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে সমাবেশস্থলে হাজির হয়।
এদিকে কেরানীগঞ্জ তিতাস গ্যাস ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কেরানীগঞ্জ গ্যাস অফিস থেকে বিশাল বহর নিয়ে আমবাগিচা মাঠে উপস্থিত হয়। পরে প্রধান অতিথি নিপুন রায়ের বক্তব্য শেষে আমাবাগিচা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি আগানগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের তিতাস অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস ঠিকাদার সমিতির সদস্য বাবুল মিয়া, হারুন অর রশিদ হারুন, সেলিম, মাছুম, বনি আমিনসহ প্রমুখ।
এসময় তিতাস গ্যাস ঠিকাদার সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে কোন মাদক, চাঁদাবাজও সন্ত্রাসের স্থান নেই। গত বছরগুলোতে আমরা হামলা মামলা নিপীড়নের শিকার হয়েছি। তিনি যুব সমাজকে উদ্দেশ্যে বলেন, আমরা সবাই একসাথে সমাজে পরিবার থেকে শুরু করে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং মাদককে না বলি।
Leave a Reply
You must be logged in to post a comment.