ঢাকার দোহারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভানু (৪০) নামে প্রতিবন্ধী এক নারীকে মারধরের অভিযোগ উঠে একই এলাকার দানেছ ও তার স্ত্রীর বিরুদ্ধে বিরুদ্ধে। মারধরের সময় প্রতিবন্ধী নারীকে বাচাতে গেলে শেখ মোকসেদ নামে আরেক ব্যক্তিকেও মারধর করে অভিযুক্তরা। উপজেলার মাহমুদপুর ইউনিয়ের নরায়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে সরজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাস্তা ঝাড়– দেয়াকে কেন্দ্র করে প্রতিবন্ধী ভানুকে মারধর করে দানেছ ও তার স্ত্রীর। ভানু বাঁচাতে মোকসেদ এগিয়ে এলে তার উপর ক্ষীপ্ত হয় দানেছের পরিবার। শুক্রবার ভোরে মুকসেদ মৈনটঘাটে তার টং দোকানে যায়। হঠাৎ তার প্রতিবেশী দানেছের ছেলে শরীফুল ওরফে সবুজ তার দুই সঙ্গীকে নিয়ে মুকসেদের উপর হামলা করে তার কাছে থাকে সাড়ে ১১ হাজার টাকা নিয়ে । এবিষয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মুকসেদ
আহত শেখ মোকসেদ জানান, দানেছ ও তার স্ত্রী রাস্তা ঝাড়ু দেয়া নিয়ে প্রতিবন্ধী ভানু কে ওরা মারধর করছিলো। আমি মারধর ঠেকাতে গেলে ওরা আমার উপর ক্ষীপ্ত হয়। সে জেরেই আমার উপর হামলা করে আমাকে আহত করে ক্যাশ থেকে টাকা ছিনিয়ে নিয়েছে।
প্রতিবন্ধী নারী ভানুর বাবা শেখ আদু অভিযোগ করে বলেন, রাস্তার পুরো জায়গাই আমাদের। তারপর ওই রাস্তা দিয়ে হাটতে গেলে তারা ঝগরা করে, গালাগালি করে। আমার প্রতিবন্ধী মেয়েটা রাস্তাটা ঝাড়ু দিতে গিয়েছিলো। ওরা ধইরা আমার প্রতিবন্ধী মাইয়াডারে মারছে।
অভিযুক্ত দানেছ ও শরীফুলের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায় নি। জানা যায়, হামলার পর থেকে তারা গা ঢাকা দিয়েছে।
এবিষয়ে চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.