1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১২:১১ পূর্বাহ্ন

নবাবগঞ্জে চেকপোস্ট দেখে পালানোর সময়  দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৪৫০ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সেনাবাহিনী-পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

নবাবগঞ্জ থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকার আঞ্চলিক প্রধান সড়কের মোড়ে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোঃ সুৃমন মোল্লা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার মোসলেম মোল্লার ছেলে। এলাকার একটি বাজারে আসবারপত্রের ব্যবসা করতো সে।

ওসি মমিনুল ইসলাম জানান, রাতে ওই এলাকায় সড়কে সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট চলাকালে সুমন মোটরসাইকেল চালিয়ে সড়ক দিয়ে যাচ্ছিল। চেকপোস্ট দেখে সে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সে গুরুতর আহত হয় ও তার মোটরসাইকেলটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তিকে ধাওয়া দেয়া হয়েছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, তাকে কেনো ধাওয়া দেওয়া হবে বলেন তো। সেখানে তো সেনাবাহিনী ও পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। সে চেকপোস্ট দেখে দ্রুত পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েছেন। তাকে ধাওয়া দেওয়া হয়নি।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ও ময়নাতদন্ত শেষে লাশ আইনী প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ