1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন

দোহারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড

সিনিয়র প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার দেখা হয়েছে

ঢাকার দোহারের পদ্মা নদী থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরার অপরাধে এক জেলেকে আটক করে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মুকসুদপুর, নারিশা, মেঘুলা বাজার ও মৈনট ঘাট সংলগ্ন পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।

এ সময় প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ব্যবহৃত নৌকাটি বাজেয়াপ্ত করা হয়।আটককৃত জেলেকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান।

অভিযানে সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নী ও কুতুবপুর নৌ-পুলিশ।

মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ