“ নিজের আঙিনা পরিস্কার রাখি মশা থেকে দূরে থাকি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার উপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বর্দ্ধনপাড়ায় নূর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ আলীনূর।
বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. মোহাম্মদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাড. ইব্রাহিম, উপজেলা ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, সহ-সভাপতি শাহীনূর রহমান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মো. শাহাদাত হোসেন প্রমুখ।
Leave a Reply
You must be logged in to post a comment.