1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিনিয়র প্রতিবেদক:
  • আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০০ বার দেখা হয়েছে

কেরানীগঞ্জ দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ইকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতিতে করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আমীর এডভোকেট আব্দুর রাজ্জাক মন্ডল।

জেলা দক্ষিণ জামায়াতের মজলিশে শুরা সদস্য মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ঢাকা জেলা দক্ষিণের আমীর মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ শাহীনুর ইসলাম, জেলা দক্ষিণ সেক্রেটারি হাফেজ মাওলানা এবিএম কামাল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মীর আতাউর রহমান, মাওলানা মোহাম্মদ ইসমাইল, আব্দুর রহিম মজুমদার, শিবিরের জেলা সভাপতি মাহবুবুর রহমান, দক্ষিণ থানা জামায়াতে সহকারি সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা মজলিশে শুরা সদস্য আব্দুর রব, আহমদ আলীসহ ইউনিয়ন, থানা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ