1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:৪০ অপরাহ্ন

নবাবগঞ্জের দীর্ঘগ্রাম উদয়ন সংঘের প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের দীর্ঘগ্রাম উদয়ন সংঘ আয়োজিত প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে দীর্ঘগ্রাম উদয়ন সংঘের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ নেয় ভাই ভাই একাদশ ও লায়ন একাদশ।

টান টান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথম থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। তবে আক্রমণ ও পাল্টা আক্রমন হলেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। টাইব্রেকারের মধ্য দিয়ে খেলা সম্পন্ন হয়। এতে ভাই ভাই একাদশ বিজয়ী হয়।

দীর্ঘগ্রাম উদয়ন সংঘের সভাপতি আব্দুল লতিফ মিয়ার সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল হক বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন মুক্তার মোল্লা, মনির মোল্লা, মোতালেব খান, লোকমান ভূঁইয়া, হাবিবুর রহমান, মাসুদ বিশ্বাস, শেখ আলমাস, মো. সিদ্দিক, শেখ কাউসার হোসেন, আবু হানিফ, শেখ সবুজ টিটু।

খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী আলমাস উদ্দিন, রাকিব হোসেন, কাজী সাঈদ, মনির মোল্লা, নান্নু ভূঁইয়া, মিরাজুল ইসলাম, আরিফ হোসেন, মো. আকাশ সহ আরো অনেকে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মাহফুজুল হক বিপ্লব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ