ঢাকার নবাবগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজু এলাকার একটি রেস্টুরেন্টে দ্যা সানরাইজ কোচিং সেন্টারের উদ্যোগে তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৫ জন এইচএসসি পরীক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
আবু সাঈদের সঞ্চালনায় ও দ্যা সানরাইজ কোচিং সেন্টারের পরিচালক ফরিদ হোসেনের সভাপতিত্বে চীফ মোটিভেশনাল স্পীকার ছিলেন পুলিশ হেড কোয়ার্টার্সের সহকারি পুলিশ সুপার শ্রীকৃষ্ণ হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের সাবেক হিতৈষী সদস্য আইয়ুব মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন নবী নগর উত্তর বাহ্রা দাখিল মাদ্রাসার সহকারী সুপার আরিফ বিল্লাহ, হাগ্রাদী প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক কাজী মানিক, যাত্রাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনির হোসেন, মো: সুজন, মো. রিফাত হোসেন সহ আরো অনেকে।
মন্তব্য করুন