1. news@priyobanglanews24.com : PRIYOBANGLANEWS24 :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ আন্ত:প্রিমিয়ার লীগ: শান সুপার কিংস চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:
  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১১৫ বার দেখা হয়েছে

ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ আয়োজিত আন্ত:প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শান সুপার কিংস বনাম কাজী মামুন এন্ড ফ্রেন্ডস একাদশ।

টান টান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথম থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। আক্রমণ ও পাল্টা আক্রমন হলেও গোলের দেখা পাচ্ছিলেন না কোন দলই। তবে প্রথমার্ধের শেষ দিকে শান সুপার কিংসের নবীনের দুর্দান্ত দুই গোলে এগিয়ে যায় শান সুপার কিংস। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ২-০ গোলে জয়লাভ করে শান সুপার কিংস।

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. রফিকুল ইসলাম, উপদেষ্টা মো. হায়দার আলী, সাহেব আলী শিকদার, মা. হানিফ, মো. মাসুদ, সাইদুল শিকদার, মালেক চোকদার, মীর বাহালুল, মীর রমিজ, মো. আইয়ুব, জাকির হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. সিরাজ, সানোয়ার হোসেন, মো. আলম ও মো. সজল।

নতুন বান্দুরা মুসলিম যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন সুজনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক শাহিন শিকদার, সহ-সভাপতি কাজী মামুন, মিরাজ চোকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেওয়ান, নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম জনি, সহ-ক্রীড়া সম্পাদক সঞ্জয় সাহা ও সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ-সাংগঠনিক রাজিব আহমেদ ও রাকিব দেওয়ান, দপ্তর সম্পাদক আওয়াল হোসেন, সহ দপ্তর সম্পাদক মীর আলমগীর, কোষাধ্যক্ষ লিটন চোকদার, সহ-কোষাধ্যক্ষ শাকিল ভূঁইয়া, ফিল্ড ক্যাপ্টিন সোহেল দেওয়ান, সহ- ফিল্ড ক্যাপ্টিন আলী আব্বাস ও ওয়াহিদ খান, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন মিঠুন, সহ সমাজ কল্যাণ সম্পাদক মিন্টু খন্দকার, নাট্য সম্পাদক শেখ সুমন, সহ নাট্য সম্পাদক শেখ হৃদয়, প্রকাশনা সম্পাদক সালমান শিকদার, সহ প্রকাশনা সম্পাদক শেখ রমজান, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মাহফুজ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক তুষার হোসেন, প্রচার সম্পাদক শেখ মামুন, তহবিল উত্তোলন কমটিরি প্রধান মীর নাহিদ বাবু, সদস্য হাসিব শিকদার, নাজির আহমেদ, আরমান শিকদার, সিয়াম, সাফিন আহমেদ, শরীফ, আবির খান সহ ক্লাবের কার্যকরি পরিষদের সদস্যরা।

ম্যান অব দ্য ফাইনালের পাশাপাশি টূর্নামেন্টের সেরা ডিফেন্ডার নির্বাচিত হয় শান সুপার কিংসের আলী। এছাড়া কাজী মামুন এন্ড ফ্রেন্ডস একাদশের সাগর টুর্ণামেন্টের সেরা প্লেয়ার, শান সুপার কিংসের নবীন সর্বোচ্চ গোলদাতা, হৃদয় সেরা মিল্ডফিল্ডার ও আরাফাত সেরা গোলকিপার নির্বাচিত হন। টুর্ণামেন্টের সর্ব কনিষ্ঠ খেলোয়ার শান সুপার কিংসের ‘সাহরিয়ার হোসেন শান পান ‘উদিয়মান নক্ষত্র’ পুরস্কার। খেলা শেষে শান সুপার কিংসের কর্ণধার আওয়াল হোসেনের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার ও কাজী মামুন এন্ড ফ্রেন্ডস একাদশের কর্ণধার কাজী মামুনের হাতে রানার্স আপ পুরস্কার তুলে দেন অতিথিরা।

খেলা পরিচালনা করেন ইব্রাহিম খলিল মানিক, শান্ত ও অনিক ও ধারাভাষ্যকার ছিলেন ইমরান হোসেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এই ক্যাটাগরির আরো সংবাদ