শিক্ষার্থীদেরকে আবহমান বাংলার মৌসুমী ফলের পরিচয় করিয়ে দিতে ও ফল খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকার নবাবগঞ্জে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মাঝিরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
ফল উৎসবে আম, লিচু, কাঁঠাল, কলা, তাল শাঁসের মতো মৌসুমি ফলসহ ১৩ রকমের দেশীয় ফল স্থান পায়। এছাড়া শিক্ষার্থীদের হাতে-কলমে পরিচয় করানো হয় সবগুলো ফলের সঙ্গে। কোন ফলের কী উপকারিতা তাও তুলে ধরা হয় শিক্ষার্থীদের কাছে।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালিদ হোসেন সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উন্নতি রাণী সরকার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমলেশ সরকার, মিনারা আক্তার, ফাহমিদা আক্তার, শ্রাবণী রানী ধর, প্রাক প্রাথমিকের শ্রেণি শিক্ষক সুদীপ্ত চক্রবর্তী সহ বিদ্যালয়ের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply
You must be logged in to post a comment.