ঢাকার নবাবগঞ্জে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন করে বিক্রির দায়ে মীর আলম নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৭দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম এ অভিযান পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত মীর আলম উপজেলার শোল্লা ইউনিয়নের চকোরিয়া গ্রামের আনোয়ার আলী মীরের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শোল্লার সিংহড়া গ্রামের আওয়াল দেওয়ানের প্রজেক্ট থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কেটে ও বালু উত্তোলন করে বিক্রি করছে এমন সংবাদে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ড্রেজার ব্যবসায়ী মীর আলমকে আটক করে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম। তবে ড্রেজার ব্যবসার আরেক মূল হোতা আওয়াল দেওয়ানকে পাওয়া যায় নাই।
এব্যপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্্েরট মো. আ. হালিম বলেন, ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড দেওয়ার পাশাপাশি ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.