২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস এ উপলক্ষ্যে ঢাকার নবাবগঞ্জে সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমি (নাফা)’র আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টায় সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে শহীদ মিনার ঘুড়ে পরেসরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন নাফার প্রতিষ্ঠাতা সভাপতি সফিউর রহমান তোতা। অংশগ্রহন করেন নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমার লতা, নৃত্য শিক্ষক সঞ্চিতা,সানজিদা, সঙ্গীত শিক্ষক মো. সেলিমসহ নাফার অন্যান্য শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শাখার ছাত্রছাত্রীরা। পরে সরকারি নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশে ইছামতি নদীর তীরে কাঁশ বনে নৃত্য পরিবেশন করেন নাফার নৃত্য শিল্পী অয়েনজিতা রায়, সৃষ্টি মন্ডল, নন্দীনি রাজবংশী ও রুপা রাজবংশী।
Leave a Reply
You must be logged in to post a comment.