ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের ব্রাহ্মণখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধক ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ বারী বাবুল মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন শিকারীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, শিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজেদ, বারুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ব্রাহ্মণখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন